ভূঞাপুরে এমপি সংবর্ধিত


টাঙ্গাইল-২(ভূঞাপুর-গোপালপুর)আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সংবর্ধিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম,বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম খান,অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিম।