দেলদুয়ারে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফজলুল হক

দেলদুয়ার (টাঙ্গাইল ) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, শনিবার, ২ মার্চ ২০১৯ | ৭৩৮

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের দেলদুয়ারে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক।

তার মনোনয়নে স্থানীয় নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন তৃনমূল থেকে শুরু করে উপজেলা নেতৃবৃন্দ। সহজ সরল সাদা মনের মানুষ এই নেতা দীর্ঘ ৩৬ বছর যাবত দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দুঃসময়েও দলের হাল ছাড়েননি। শক্ত হাতে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে রেখেছেন।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। বিবাহিত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। তার সহধর্মিনীও সরকারি চাকুরীজীবি। মনোনয়ন পাওয়া প্রসঙ্গে ফজলুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,দলের সাধারন সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, মনোনয়ন বোর্ডের মাননীয় সদস্যবৃন্দ ও মাননীয় স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ স্বীকারের পুরস্কার দিয়েছেন। আসন্ন নির্বাচনে যাতে বিপুল ভোটে জয়লাভ করে দলের সুনাম ধরে রাখতে পারি সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।