টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:০০ পিএম, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ | ৮৩৩

টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম।  এ উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম। টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একান্ত সচিব শেখ শামসুল আরেফিন, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী মির্জা আরিফ।

এ সময় টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তাকর্মচারি উপস্থিত ছিলেন।