নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেন ২য় রাউন্ড বাস্তবায়ন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৪৯

নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেন এর ২য় রাউন্ড বাস্তবায়িত করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় জেলার সাতটি উপজেলা এবং আটটি পৌর এলাকায় মোট দুই লাখ ৬৩ হাজার আটশ’ ৮৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার সাতশ’ এক জন শিশুকে এক লাখ ইউনিট ক্ষমতার নীল রং এর এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সের শিশুদের দুই লাখ ইউনিট ক্ষমতার লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এ উপলক্ষে শনিবার সকালে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়নপুর কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে শিশুদের টিকা খাওয়ানোর মধ্যে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নুর-উর-রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম। কর্মসূচী সঠিক ভাবে বাস্তবায়ন করতে নাটোর জেলায় মোট এক হাজার তিনশ’ ৮৮টি টিকা কেন্দ্র খোলা হয়। এসব কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বেচ্ছাসেবক মিলিয়ে তিন হাজারেরও বেশী কর্মী কাজ করেন।

/ফিরোজ আহমেদ