মেধাবীদের খোঁজে
খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি সংবর্ধনা অনুষ্টান


রক্তদান পৃথিবীর সবোর্চ্চ সেবার মধ্যে একটি। একজনের রক্তদানের ফলেই বেঁচে যেতে পারে আরেকটা জীবন। আজ থেকে তিন দশক আগেও রক্তের জন্য একজনকে কত না ছোটাছুটি করতে হয়েছে। কিন্তু বর্তমানের চিত্র একদম আলাদা। অার এই তিন দশকে রক্তদান কর্মসূচির একটি সংস্কৃতি গড়ে উঠেছে। গড়ে উঠেছে অনেক সংগঠন, পরিবর্তন হয়েছে মানুষের ইচ্ছাশক্তির। তেমনই একটি আলোড়িত মানবতার সংগঠন "খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি।
৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় খুটাখালী মিলেনিয়াম স্কলার্স স্কুল মিলনায়তনে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি আয়োজিত খুটাখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গত পাবলিক পরীক্ষায় ৫৭ জন এ+ অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রধান করা হয়।
সংগঠনের সদস্য ওবাইদুল হাকিমের পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের উপদেষ্টা, দিগন্ত কিডস্ কেয়ার স্কুলের চেয়ারম্যান মাঈনুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া- উপজেলা শিক্ষা অফিসার-চকরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমিজ উদ্দিন সৌরভি, প্রভাষক(বাংলা) খুটাখালী তমিজিয়া মাদ্রাসা, জাহানারা পারভিন- সভাপতি উপজেলা মহিলা আওয়ামীলীগ চকরিয়া, আব্দুচ্ছালাম হেলালী -শিক্ষক কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, মুাহাম্মদ উল্লাহ ও রহিমা বেগম-ইনচার্জ ককসবাজার জোন-২ প্রাইম ইসলামী লাইফ ইন্সোরেন্স লিঃ বিবিসি একাত্তর নিউজের প্রকাশক ও সম্পাদক এম,
রিদুয়ানুল হক, বিবিসি একাত্তর নিউজের নির্বাহি সম্পাদক ও সিইও এম, জুনাঈদ উদ্দিন, হাসান নুরী, রিহাবুল আলম, সাইফুল ইসলাম-ডিরেক্টর খুটাখালী ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, ছৈয়দ হোছাইন, আবির চেতনা ব্লাড ব্যাংক, তানভির-পরিচালক ডিএনজি ক্লাব চকরিয়া, বেলাল উদ্দিন - শিক্ষক মিলেনিয়াম স্কালার্স, ইমরান তৌহিদ রানা-এডমিন বৃহত্তর ঈদগাও ব্লাড ডোনার্স সোসাইটি, আমিনুর রশিদ,শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া জান্নাত, নিশাদুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মুরাদ-সভাপতি অত্রসংগঠন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পরিচালনাধীনে যারা ছিলেন - ওমর ফারুক, নুর মুহাম্মদ, আইয়ুব উদ্দিন, আকমল উদ্দিন, রফিকুল আলম, আরিয়ান, আমিন, আজম, মুছা, কায়েস, আকিত, এছাড়া ও শতাধিক অভিভাবক ও ৫৭ জন সংবর্ধিত আট টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী।