প্রস্তুত দরবার হল, কিছুক্ষণ পর শপথ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ | ৬৫৮

বঙ্গবভনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে। একসঙ্গে শপথ নেওয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে আর কিছুক্ষণ পরেই। সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। শপথের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বঙ্গভবনে।।

গতকাল রোববার (৬ জানুয়ারি) এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার ৪৬ সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। এ সভায় পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ জন নতুন মুখের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।

ওবায়দুল কাদের ও ইয়াফেস উসমান ছাড়া দুই মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়।

এই প্রথম শেখ হাসিনার সরকারে শরিকদের কারো জায়গা হয়নি। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর চূড়ান্ত করা হয়েছে। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩ জানুয়ারি নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি।