নাটোরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯ | ৪৮০

নাটোরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লাইফ ফর লাইফ প্রতি বছরের মতো এবারেও গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

শনিবার নাটোর জজ কোর্ট চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জজ কোর্টের জিপি মোঃ আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা মোঃ মাহতাব হোসেন। এতে সভাপতিত্ব করেন লাইফ ফর লাইফ এর সভাপতি ড. আলাউদ্দিন।