মির্জাপুরে একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯ এএম, শনিবার, ২১ অক্টোবর ২০১৭ | ৪০১

টাঙ্গাইলের মির্জাপুর বিশ^বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির প্রথম সাময়িক (আই.সি.টি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ভারী বর্ষণের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, মির্জাপুর বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, স্থগিত হওয়া পরীক্ষাটির বিষয়ে আগামীকাল মিটিং এর মাধ্যমে তারিখ নির্ধারণ করা হবে এবং অন্যান্য সকল পরীক্ষা নির্ধারিত সময়েই হবে বলে উল্লেখ করেন।