টাঙ্গাইলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল জোরদার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:১৬ পিএম, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ | ৪৩৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।

শুক্রবার সকালে র‌্যাবের একটি দল শহরের আবাসিক হোটেলগুলোতে বহিরাগত কেউ আছে কিনা তা যাচাই করে দেখে। এছাড়া শহরের প্রবেশদ্বার গুলোতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালান তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জেলার আটটি আসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ১৩টি টিম দায়িত্ব পালন করছে। এরমধ্যে ১২টি টিম ১২ উপজেলায় দায়িত্ব পালন করছে। একটি টিম রিজার্ভ হিসেবে রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। ১৫ প্লাটুনের মধ্যে ১২ প্লাটুন বিজিবি ১২ উপজেলায় দায়িত্ব পালন করছে। তিন প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে রয়েছে।