নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ইসি বিব্রত, মর্মাহত: সিইসি
নির্বাচনী প্রচারণার শুরুতেই সহিংসতায় নোয়াখালীতে একজন নিহত এবং বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত এবং মর্মাহত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
তিনি বলেন: নির্বাচনী প্রচারণায় হামলা, সহিংসতা এবং রক্তপাত বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। এমনকি রাজনৈতিক দলসহ সবাইকে আরও ধৈর্য্যশীল হতে হবে।
বুধবার বিচারিক ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের সমাপনী দিনের সেশনে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এসময় তিনি এসব কথা বলেন।
ওই সেশনে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন: যেকোনো চাপ কিংবা প্রতিকূল অবস্থা মোকাবিলা করে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন: নির্বাচনী মাঠে আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে আপোষ না করে বিচারিক ম্যাজিস্ট্রেটরা আইনের প্রয়োগ করবেন।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন: সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হলুদ গণতন্ত্রকে লাল পতাকা দেখানো হবে।
