আমি সরে গেলে ব্রেক্সিট প্রক্রিয়া আরও জটিল হবে: টেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | ৬০৭

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেই ব্রেক্সিট প্রক্রিয়া সহজ হয়ে যাবে না। বরং এটি আরো জটিল হতে পারে।

গত বুধবার মে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি ঘোষণা করেন এবং মন্ত্রিসভায় তা অনুমোদনও পায়।

কিন্তু ব্রেক্সিট ইস্যু নিয়ে একের পর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী পদত্যাগ করতে থাকেন। মে’র ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষের কারণে এমপি’দের নতুন নেতৃত্বের দাবি জোরালো হতে থাকে।

এরপরও মে নিজ অবস্থানে অনড় থেকে চুক্তিটির পক্ষে সমর্থন করে বলেন, এর আর কোনো বিকল্প নেই। ওদিকে বিরোধী লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে আরো ভাল চুক্তি করতে পারবে তার দল।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের।