টাঙ্গাইলে এসএসএস উদ্যোগে বৃত্তি প্রদান


স্যোসাইটি ফর স্যোসাল সার্ভিস (এসএসএস) এর উদ্যোগে টাঙ্গাইলে ১৫৯ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ৯ নভেম্বর শুক্রবার বিকেলে স্যোসাইটি ফর স্যোসাল সার্ভিস (এসএসএস) এর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এসএসএস এর কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী জাকেররুল মওলা।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্যোসাইটি ফর স্যোসাল সার্ভিস (এসএসএস) এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া, জাপানের বিশিষ্ঠ লেখক মি. সাতরু নাগা, মি. মাছারু ইয়ামাগুচি, মিস হিদেকো সুগিসাওয়া, স্যোসাইটি ফর স্যোসাল সার্ভিস (এসএসএস) এর শিক্ষা ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুল লতিফ, প্রোগাম অফিসার মো. জুবায়ের প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।