পিতা দিয়েছেন স্বাধীন দেশ আর কন্যা দিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ- প্রতিমন্ত্রী তারানা হালিম


তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি বলেছেন, পিতা দিয়েছেন স্বাধীন দেশ আর কন্যা দিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ। আমার নেতৃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ভিশনারি লিডার ।
ভিশনারি লিডার তরাই যারা দেশের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেন। আমাদের নেতৃ মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা শুধু ভিশনারি লিডারই নন তিনি মনবতার জননী।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের নগরপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্প বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, বিটিভির উপ মহা পরিচালক সুরত কুমার সরকার, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. শিবলি সাদিক, মুক্তিযোদ্ধা ও অভিনেতা আহসানুল হক মিনু, অভিনেত্রী বাধন প্রমূখ।
পরে জনপ্রিয় কন্ঠ শিল্পী শুভ্রদেব, অপু, শাহনাজ বেলীসহ একঝাক তারকা শিল্পীর অংশগ্রহনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর, টাঙ্গাইল।
তাং ০৬.১১.১৮