আওয়ামীলীগের জনসভা সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা


আগামী ৭ই নভেম্বর বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্য রাখবেন । রবিবার দুপুর ১২টায় উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মোহন্তের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন সুমন, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, রাজু আহম্মেদ, এনামুল হক, আব্দুস সাত্তার, রইচ উদ্দিন, আব্দুল কুদ্দুস, লিটন কুমার, ফারুক হোসেন, আসকান আলী, রবিন চন্দ্র মোহন্ত, দিলীপ চন্দ্র, আব্দুর রউফ, সিরাজুল ইসলাম শুকুর, বৈদ্যনাথ, আকতার হোসেন, ছাত্রনেতা প্রণিত কুমার ও রকেট প্রমুখ।