জাসদ এর ৪৬ তম বর্ষপূর্তি উদযাপন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩ এএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ৪২৮

ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর  ৪৬ তম বর্ষপূর্তি উদযাপন
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গৌরবোজ্জ্বল সংগ্রামের  ৪৬ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়াও, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে নাও, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ তৈরি কর এ স্লোগানকে নিয়ে তারা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ গ্রহণ করেন। সেইসাথে সংগ্রামী সদস্যবৃন্দের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন আমাদের ঐক্য এবং সমাজতন্ত্র কে এগিয়ে নিয়ে সাধারণ মানুষের সেবার মান বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জর্জেসুর রহমান খোকা, সহ-সভাপতি খাদিমুল ইসলাম, সহ-সভাপতি   ও পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল বারেক, জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পীরগঞ্জ উপজেলার সভাপতি, দীপেন্দ্রনাথ, রানীশংকৈল উপজেলার সভাপতি শাহিনুর রেজা, রাণীশংকৈল উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।