লায়ন নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


নাজ গ্রুপের চেয়াম্যান ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সবাপতি বিশিষ্ঠ সমাজ সেবক মরহুম লায়ন নজরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর শুক্রবার দুপুরে সদর উপজেলার ছোট বাসালিয়া এলাকার লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম হীরা, নাজ গ্রুপের ম্যানেজার মো. মামুন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব ফেরদৌস আলম, কালিহাতী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. হাবিুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন। আলোচনা শেষে অতিথিসহ সমাজের মানুষের মাঝে গণভোজ বিতরণ করা হয়।