ঠাকুরগাঁওয়ে

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ২৭৪
আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব ২০১৮ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্তে পূজা উদযাপন পরিষদ ও সূধীজনের সাথে মতবিনিময় সভা করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
 
বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জের আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সদর থানার ওসি অপরারেশন মূর্তাজা সহ বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যান গন।
 
এসময় অফিসার ইনচার্জা আব্দুল লতিফ মিঞা বলেন, এবারে পূজার প্রতিটি মন্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার-ভিডিপি,র‌্যাব, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা নিরাপত্তায় দ্বায়িত্ব পালন করবে। এছাড়া উৎসবকে আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডবের স্বেচ্ছাসেবী কর্মীদের তৎপর থাকতে বলেন তিনি। 
 
উক্ত সভায় পূজা উদযাপন পরিষদের জেলা ও প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দসহ সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।