নাটোরে আরপিএল ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন


নাটোরে রাজবাড়ী প্রভাতী লায়ন্স ক্লাব (আরপিএল) এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, আরপিএল এর সভাপতি ও সদরের সহকারী কমিশনার (ভূমি) শামিম ভুইয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন, জেলা প্রশাসনের সাবেক কর্মকর্তা মুুনিমুল হক ও ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরীসহ ক্লাবের কর্মকর্তা ও সুধিজন।
ক্লাবের নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম গ্যালারীর ৯৩ ও ৯৪ নং কক্ষটি ক্লাবের নামে শর্ত সাপেক্ষে বরাদ্দ নেয়া হয়েছে।