সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ধনবাড়ীর সাংবাদিক’দের কলম বিরতি

ধনবাড়ী সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪২ পিএম, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭ | ৫৯৭

গত ৬ অক্টোবর ১৭ ইং তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি ও নিউজ টুয়েন্টিফোর টিভি -এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান আতিক এর উপর ঘাটাইলের মেয়র শহীদুজ্জামান শহীদের নির্যাতনের প্রতিবাদে ধনবাড়ীর সাংবাদিকরা গতকাল ৫ অক্টোবর শুক্রবার দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ব্যুরো অফিস ধনবাড়ীতে কলম বিরতি পালন করেছেন।

কলম বিরতি পালনকালে বক্তব্য রাখেন- চ্যানেল এস টিভি ও দৈনিক মাতৃছায়া পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান, স্বাধীন বাংলা নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক এস এম আব্দুর রাজ্জাক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ধনবাড়ী ব্যুরো প্রধান সাংবাদিক মো: শহিদুল্লাহ, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক মাতৃছায়া পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি সাংবাদিক জীবন মাহমুদ শক্তি, দৈনিক মাতৃছায়া পত্রিকার মধুপুর প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, স্বাধীন বাংলা নিউজ টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, সাংবাদিক আশিকুর রহমান নয়ন প্রমূখ।

সাংবাদিকরা কলম বিরতি পালনকালে বক্তব্যে বলেন- ঘাটাইল পৌরসভার জনদুর্ভোগ এর সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক আতিকুর রহমান কে ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদের অফিস কক্ষে শারীরিক নির্যাতন করে বাথরুমে আটকিয়ে রাখেন।

এই নির্যাতন ও অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে আমরা আজ কলম বিরতি পালন করেছি। বক্তারা এসময় আরো বলেন- অনতিবিলম্বে যদি মেয়র সহ সকল অপরাধীদের কে শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা সহ সারা বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হইব।