মরিচের জমিতে ৮ ফুট লম্বা গাঁজা গাছ, মামলা হলো না থানায়

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪ এএম, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ৮৩৪

বগুড়া শিবগঞ্জ উপজেলা ধাওয়াগীর মরিচের জমি থেকে ৮ফুট গাঁজা গাছ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। কিন্তু রহস্যজনক কারনে কারও বিরুদ্ধে মামলা করেনি পুলিশ।

জানা যায়, গতকাল রবিবার দুপুর ৩ ঘটিকার সময় শিবগঞ্জ উপজেলার ধাওয়াগীর গ্রামে সামছুল হকের ছেলে বর্গাচাষী ভুট্টো(২৪) মরিচের জমি থেকে ৮ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করা হয়। তবে জমিটির মুল মালিক শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু।

ধাওয়াগীর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো:হারুনুর রশিদসহ অনেকে দাবি করেন, প্রায় ৮ফুট লম্বা একটি গাঁজার গাছ থানা থেকে পুলিশ এসে ভূট্রার মরিজের জমি থেকে নিয়ে এসে সবার সামনেই গাছটি তিন টুকরা করে মুরে থানায় নিয়ে যায়। জমিটির আসল মালিক চেয়ারম্যান সাবু বলেও তারা নিশ্চিত করেন। গাঁজা গাছ উদ্ধারে অংশ নিয়েছিলেন এস আই আনোয়ার, এস আই মোস্তাফিজার ও এ এস আই এরশাদসহ সঙ্গীয় ফোর্স।

শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু বলেন, জমিটি আমার হলেও দীর্ঘদিন থেকে বর্গা চাষ করে ভুট্টো। ভুট্টো মূর্খ মানুষ, তাই বুঝতে পারেন নি এটা গাঁজা গাছ। সাংবাদিক কে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ব্যার্থ হন।

খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যানের জমি থেকে ৮ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার হলেও থানায় এবিষয়ে কোন মামলা হয়নি৷ মামলা না নিতে সারাদিন থানায় দেন-দরবার হয়েছে বলেও জানা গেছে। নির্ভরযোগ্য গোপন একটি সুত্রে জানা গেছে, ৫০ হাজার টাকা দফারফার মাধ্যমে মামলা হয়নি থানায়।

অভিযানে অংশ নেয়া এসআই আনোয়ার হোসেন বলেন, গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলে এমন হওয়ায় মামলা হবে না, তবে জিডি করা হবে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ছোট একটি গাঁজা গাছ জমির আইল থেকে উদ্ধার করা হয়েছে। এটা জমির মালিক বুঝতে পারেননি। মামলা করার মতো বিষয় না এ ঘটনা।