ভারতে ভূমিকম্পের আতঙ্কে প্রাণ হারালেন এক যুবক

আজ বুধবার ১০টা ৫৪ মিনিটে রাজধানী ঢাকসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। আর সেই সময় ভারতের শিলিগুড়ির শান্তিনগর এলাকায় ভূমিকম্পের আতঙ্কে প্রাণ হারালেন এক যুবক।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম সম্রাট দাস। ভূমিকম্প শুরু হওয়ার পরে নিজের বাড়ির দোতলার সিঁড়ি দিয়ে দ্রুত নীচে নেমে আসার চেষ্টা করেন ওই যুবক। তখনই পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগে তাঁর। দ্রুত তাঁকে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সম্রাটকে মৃত বলে ঘোষণা করেন।
বাইশ বছর বয়সি সম্রাট মুর্শিদাবাদ বিএড কলেজের ছাত্র ছিলেন। ছুটিতে শিলিগুড়ির বাড়িতে এসেছিলেন তিনি।