নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | ৫৯১

“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮ইং পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রসাশনের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (ইউএনও)আসমা শাহীনের নেতৃত্বে একটি বিশাল র‌্যালী উপজেলা ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নাগরপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো, আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মিঞা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায় প্রমুখ।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।