হাজেরা সুলতানা এমপির পক্ষ থেকে সোলার প্যানেল বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাংলাদেশের ওয়ার্কাস পার্টির উদ্যোগে কমরেড হাজেরা সুলতানার এমপির পক্ষ থেকে মসজিদ-মাদ্রাসা, মন্দির, ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সোলার প্যানেল(সৌর বিদ্যুৎ) বিতরন করা হয়েছে।
শুক্রবার দুপুড়ে উপজেলার সাটিয়াচড়া হানাদার মুক্ত স্মরনিকা ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে এসব সোলার প্যানেল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭, মির্জাপুর নির্বাচনী এলাকার বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মনোনিত প্রার্থী গোলাম নওজব পাওয়ার চৌধুরী।
এ সময় বাংলাদেশর ওয়ার্কাস পার্টির মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মীর মোকলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, টাঙ্গাইল জেলা কমিটির সদস্য হীরা লাল সুত্রধর এ্যাডভোকেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোলাম নওজব পাওয়ার চৌধুরী বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরে(২য় পর্যায়) গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসুচীর প্রকল্পের আওতায় সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য-৩৩৮( মহিলা আসন-৩৯) এর এমপি কমরেড হাজেরা সুলতানার সহায়তায় বরাদ্ধকৃত মির্জাপুর উপজেলায় ৪০ টি প্রতিষ্ঠানে সোলার প্যানেল(সৌর বিদ্যুৎ) বিতরন করা হয়েছে। আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তদের হাতে অতিথিবৃন্দ সোলার প্যানেল তুলে দেন।