ড. আরিফ আলভি হচ্ছেন পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রার্থী ড. আরিফুর রহমান পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হতে চলেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি এগিয়ে আছেন। সূত্র:ডন
পাকিস্তানের নির্বাচন কমিশন শিডিউল অনুযায়ী বুধবার সরকারিভাবে প্রেসিডেন্ট ভোটের ফলাফল ঘোষাণা করা হবে। তবে ভোট গণনা চলছে। মঙ্গলবার বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। বেসরকারি ফলাফলে আলভি অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন।
আলভি বলেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে পিটিআই আমাকে মনোনয়ন দিয়েছে। আজ প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে আমি জয়লাভ করেছি। তিনি বলেন, আমি সব সময় ইমরান খানকে ধন্যবাদ জানাই এমন বড় দায়িত্বের জন্য আমাকে মানোনীত করেছেন।