স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজে ভালো মানুষ সৃষ্টি করতে হবে- টাঙ্গাইল জেলা প্রশাসক


টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেছেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজে ভালো মানুষ সৃষ্টি করতে হবে। বর্তমানে ভালো মানুষের খুব অভাব। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করতে স্কাউট আন্দোলন তরান্বিত করতে হবে।
সোমবার সকালে মির্জাপুরে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।
বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে। ২০১৫ সালের কাব আ্যাওয়ার্ড অর্জনকারী নৈঋতা হালদার গত ২৯ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে।
অন্যদিকে জান্নাত আরা মিনা ২০১৭ সালে কাব অ্যাওয়ার্ড পান। তারা দুজনেই উপজেলার কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন, মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ স্কাউট মির্জাপুর উপজেলা শাখার লিডার জসিম উদ্দিন সরকার, সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল মামুন খান প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ২০১৫ ও ২০১৭ সালে শিক্ষার্থী যথাক্রমে নৈঋতা হালদার ও জান্নাত আরা মিনা স্কাউটের সর্বোচ্চ শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ায় ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।