আরিয়ানের বিপরীতে কিংবদন্তি অভিনেত্রীর কন্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ | ৪৫৬

বাবা মহাতারকা। তাঁকে বলা হয় বলিউডের বাদশাহ। এবার ছেলেও মুখ দেখাতে চলেছেন রুপোলি পর্দায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শাহরুখ খানের ছেলে আরিয়ানের অভিষেকও হতে চলেছে জাঁকজমকপূর্ণ।

তাঁর বিপরীতে থাকবেন আর এক কিংবদন্তি তারকার কন্যা। সদ্যপ্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশিই সম্ভবত থাকবেন আরিয়ানের বিপরীতে। তেমনই দাবি ওই প্রতিবেদনের। 

মাসখানেক আগেই মুক্তি পেয়েছে কর্ণ জোহরের ছবি ‘ধড়ক’। সেই ছবিতে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর অভিষেক দেখেছে বিনোদন দুনিয়া। জাহ্নবীর বোন খুশিকেও লঞ্চ করবেন কর্ণই, তেমনটাই শোনা যাচ্ছে। তবে ছবির জন্য কোনও গল্প বাছা হয়নি। 

যদিও ওই প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পুরো ব্যাপারটাই গুঞ্জনের স্তরে রয়েছে। কপূর বা খান— কোনও তরফ থেকেই সরকারি ভাবে কিছুই জানানো হয়নি।