ঠাকুরগাঁও শুখানপুকুরী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪ এএম, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | ৪৩২
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঠাকুরগাঁও শুখানপুকুরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 
 
সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন পরিষদে  আনুষ্ঠানিক ভাবে কার্ডধারী হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম স্থানীয় গণ্যমান্য ও সকল ওয়ার্ড ইউপি সদস্যদের নিয়ে উদ্বোধন করেন শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান। এবার শুখানপুকুরী ইউনিয়নে, ১ হাজার, ৬ শত ২৪ জন এর মধ্যে প্রায় ৩২.৪৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। 
 
সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নে ৩২ হাজার ৪শ ৯৫টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
 
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রত্যেকটি ইউনিয়নের গরীব-হতদরিদ্রদের তালিকা তৈরি করার পর তাদেরকে একটি করে কার্ড প্রদান করা হয়। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেক কার্ডধারী ব্যক্তি ভিজিএফের ২০ কেজি করে চাল সংগ্রহ করেছেন। সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ২১টি ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।