ধনবাড়ীতে জনগনের সাথে উন্মুক্ত ওয়ার্ড সভা

টাঙ্গাইলের ধনবাড়ীর মঙ্গলবার দুপুরে বানিয়াজান ইউনিয়নের ছোট গংগাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ডের সাধারণ জনগনের সাথে উম্মুক্ত আলোচনায় ওয়ার্ড সভা করেছে জনপ্রতিনিধি’রা। সভায় সাধারণ জনগনের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বক্তারা আলোচনা করেছে।
৭ নং ওয়ার্ডের মেম্বার হাফিজুর রহমান বিদুৎ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউপি সচিব মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য স্বপন, আ: মজিদ মন্টু, জাহাঙ্গীর আলম জুয়েল রানা, সাবেক মেম্বার আমজাদ কাজী, হারুনার রশিদ মিলিটারী, নাজির হোসেন, আওয়ামীলীগ নেতা হেলাল হোসেন প্রমূখ।
সাধারন ভোটার আওয়ামীলীগ নেত্রী লাভলী ইয়াসমিন সহ উন্মুক্ত আলোচনা সভায় গংগাবর এলাকার রাস্তাঘাট সহ বিভিন সমস্যা তুলে ধরেন।
বানিয়াজান ইউনিয়ন পরিষরদের ৭ন নং ওয়ার্ডের মেম্বার হাফিজুর রহমান বিদুৎ সহ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বাকী সমস্যা গুলো পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে জানান।