ক্যালিফোর্নিয়ার পার্কিং লটে ঢুকে পড়ল বিমান; নিহত অন্তত ৫
ক্যালিফোর্নিয়ার একটি পার্কিং লটে ভেঙে পড়ল বিমান। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ কোস্ট প্লাজা শপিং মলের সামনে ভেঙে পড়ে একটি ছোটো বিমান। ব্রিস্টল স্ট্রিটে দুর্ঘটনা স্থলে পৌঁছয় ওরেঞ্জ কাউন্টির দমকলবাহিনী। মেডিকেল টিম পাঠানো হয় প্রশাসনের তরফে।
জানা গিয়েছে, বিমানটি সান ফ্রান্সিসকোর একটি সংস্থার। কনকর্ডের পূর্ব উপকূল থেকে উড়ে আসে বিমানটি। তবে, বিমানের সংঘর্ষে আর কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি। দমকল কর্তৃপক্ষ জানাচ্ছে, বেলা সাড়ে ১২ টায় দুর্ঘটনাটি ঘটে।
