টাঙ্গাইলে ১৯২৯টি পরিবারের মধ্যে নতুন বিদ্যৎ সংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, শনিবার, ৪ আগস্ট ২০১৮ | ৭৬২

"শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ" এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চর পৌলতে ২৮.৬৩৭ কিলোমিটার নির্মিত লাইনে চার কোটি ৯১ হাজার আটশ টাকা ব্যায়ে ১৭৮২টি পরিবারে মধ্যে বিদ্যৎ সংযোগ সুবিধা সৃষ্টি করার মাধ্যমে শুভগ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভগ্রাম বিদ্যুতায়নে এর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

আজ শনিবার দুপুরে চর পৌল বাজারে টাঙ্গাইল পল্লী বিদ্যৎ সমিতি আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এমপি বিদ্যৎ এর সুইচ চেপে ১৯৫টি পরিবারে মধ্যে বিদ্যৎ সংযোগ প্রদান করেন।

এই ষ্টেকিং ভুক্ত গ্রাহক সংখ্যার মধ্যে আবাসিক ১৭০৬টি, বাণিজ্যিক ৩৩টি,সি.আই ১৭টি সেচ (অগভীর) ১টি ও শিল্প ২৫টি।

এছাড়াও একই দিনে বিকালে স্থানীয় সংসদ হুগড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামেও ৩.৮৬৩ কিলোমিটার নির্মিত লাইনে ৫৪ লক্ষ আট হাজার দুইশত টাকা ব্যয়ে ১৪৭টি পরিবারে মধ্যে বিদ্যৎ সংযোগ সুবিধা সৃষ্টি করার মাধ্যমে শুভগ্রাম বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করেন ।

ষ্টেকিং ভুক্ত গ্রাহক সংখ্যার মধ্যে আবাসিক ১১৯টি, বাণিজ্যিক ৫টি,সি.আই ১টি ।

এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম খান, সহকারী জেনারেল ম্যানেজার টাঙ্গাইল পল্লী বিদ্যৎ সমিতি আমিনুল ইসলাম আমু, ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ মোঃ আব্বাস আলী, মোঃ মোস্থাফিজুর রহমান বকুল সহ-সভাপতি টাঙ্গাইল আওয়ামী যুবলীগ, সাধারণ সম্পাদক টাঙ্গাইল উপজেলা যুবলীগ রেজাউল রহমান সাগর সহ ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ এলাকার ব্যক্তিবর্গ।