জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে

জাতীয় পার্টির এমপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭ | ৪৬১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন খাষকাতুলী এলাকার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় এলাকার মাতাব্বর হামিদ প্রামানিক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, সহকারি সাংগঠনিক সম্পাদক ওস্তাকির, শহর জাতীয় পার্টির সদস্য সচিব আহসান খান আছু, মান্না, জেলা জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক কৈশিক আহম্মেদ রাজু, জেলা জাতীয় পাটির নেতা মাহফুজুর রহমান খোকা, রিপন, বাবুল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।