বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলে তীব্র লোডশেডিং

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৪৬৬
কয়লা সংকটে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রংপুরসহ উত্তরাঞ্চলের বেশকটি জেলায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।
রোববার রাত থেকেই গাইবান্দা বাদে রংপুরের বাকি ৭ টি জেলার বিভিন্ন এলাকায় তীব্র লোডশেডিং দেখা দেয়। মঙ্গলবার সকালেও বিভাগের বিভিন্ন কল-কারখানা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় লোডশেডিং দেখা দেয়। এতে কাজে যোগ দিতে পারছেন না শ্রমিকরা। 

প্রচণ্ড গরমের সঙ্গে তীব্র লোডশেডিং যোগ হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কয়লা সংকটের কারণে গত রোববার রাত ১০ টায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। খনিতে এক লাখ ৪৬ হাজার মেট্রিকটন কয়লা মজুদ থাকার কথা থাকলেও আছে মাত্র ৪ থেকে ৫ হাজার মেট্রিকটন। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার জোগান দিতে নতুন করে খনন করে কয়লা উত্তোলনে দেড় মাস সময় লাগতে পারে বলে জানান খনি শ্রমিকরা। 

এক ব্যবসায়ী জানান, ‘বিদ্যুতের অভাবে আমাদের কম্পিউটার বন্ধ, ফটোকপি বন্ধ। মাঝেমাঝে আসে, তবে বেশিরভাগ সময়ই থাকে না। আমাদের দোকান প্রায় বন্ধ হওয়ার উপক্রম।’

আরেক ব্যবসায়ী জানান, ‘গতকাল থেকে বিদ্যুতের সমস্যা একটু বেড়ে গেছে। আমরা সমযমতো কাস্টমারকে ডেলিবঅরি দিতে পারছি না।’