মির্জাপুরে জাতীয় পার্টি নেতার ইন্তেকাল


জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃ..রাজিউন)।
সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়।তার বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর যানাজা নামাজ শেষে জামুর্কী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।