টাঙ্গাইলে ২৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের চারা বিতারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | ৬৩০

মহান মুক্তিযুব্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদদের স্মরণে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের জন্য চারা বিতারণ করা হয়েছে।

আজ ১৭ই জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চারা বিতারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। এসময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনদের হাতে চারা তুলে দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল সদর উপজেলার প্রায় ২৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি,হাই স্কুল, pti এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের জন্য ৩৮৩৮ টি চারা বিতারণ করা হয়।

জিন্নাত জাহান,উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এসময় আরোও উপস্তিত ছিলেন মোঃ খোরশেদ আলম এডভোকেট চেয়ারম্যান টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ, মোঃ আব্বাস আলী,ভাইস- চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল প্রমুখ।