থাইল্যান্ডের সেই গুহাকে জাদুঘর বানানো হবে


থাইল্যান্ডে রুদ্ধশ্বাস অভিযানে গুহায় আটক ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে সফলতার পর বৃহস্পতিবার চিয়াং রাই প্রদেশ ছেড়েছে দেশটির নৌবাহিনীর বিশেষ ইউনিট। এছাড়াও হাসপাতালে নেয়ার পর প্রথমবারের মতো কিশোর ফুটবলারদের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ, একইসঙ্গে 'থাম লুয়াং' গুহাকে জাদুঘর বানানো হবে বলেও জানানো হয়েছে। এদিকে ওই ফুটবলারদের এক মাস পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শ্বাসরুদ্ধকর অভিযানে অসম্ভবকে সম্ভব করে বৃহস্পতিবার হাসি মুখে চিয়াং রাই ছাড়েন থাইল্যান্ড নৌবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা। গুহায় আটকা পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে থাই বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীনসহ বেশকয়েকটি দেশের উদ্ধারকারীরা অংশ নেন।
যে গুয়ায় আটকা পড়েছিলো ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ সেই বহুল আলোচিত 'থাম লুয়াং' গুহাকে জাদুঘর বানানো হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান উদ্ধার অভিযানের প্রধান নারংসাক আসোততানাকরন। ওই জাদুঘরে উদ্ধার অভিযানের সব তথ্য ও ছবি প্রদর্শিত হবে বলে জানান তিনি। একইসঙ্গে বৈশ্বিক একতার কারণেই এ সফলতা এসেছে বলে মনে করেন নারংসাক।
এদিকে ওই ফুটবলারদের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আরও কয়েকদিন তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার কথা জানান চিয়াং রাই হাসপাতালের প্রধান চাইউইচ।
চিয়াং রাই হাসপাতালের প্রধান চাইউইচ বলেন, তাদেরকে সাত থেকে দশ দিন হাসপাতালে থাকতে হবে, তারপর তারা বাসায় যেতে পারবে, তবে, এক মাস আমরা তাদের পর্যবেক্ষণে রাখবো।
এদিকে প্রথমবারের মত প্রকাশ করা হয়েছে মৃত্যুকূপ থেকে ফিরে আসা ফুটবল দলের সদস্যদের ভিডিও চিত্র। এতে দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোররা হাত নেড়ে স্বজনদের শুভেচ্ছা জানাচ্ছেন। একইসঙ্গে হাঁটাচলাও করতে দেখা যায় তাদের।
গত ২৩ জুন ঘুরতে গিয়ে ওই গুহায় আটকা পড়ে তারা। গেল রোববার থেকে তাদের উদ্ধারে দুঃসাহসিক অভিযান শুরু হয়। তিনদিনের রুদ্ধশ্বাস অভিযানে ১২ ফুটবলার এবং তাদের কোচকে গুহা থেকে নিরাপদে বের করে আনা হয়।