প্রকাশ্যে এল মালালার বায়োপিকের ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, বুধবার, ৪ জুলাই ২০১৮ | ৪৫৮

তালিবান অধ্যুষিত সোয়াটের মতো এলাকার দৈনন্দিন জীবন যাপনের নানান মুহূর্তকে তুলে ধরার পাশাপাশি মালালার মতো কিশোরী তালিবানি শাসানি উপেক্ষা করে কী ভাবে স্কুলে যায় তাও দেখানো হয়েছে ‘গুল মকাই’ ছবিতে।