শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:১৫ পিএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৪২১

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৮ উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শিক্ষা বিষয়ক সনদ ও পুরস্কার বিতরণ করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সোমবার (২ জুন) সকালে উপজেলা অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি), উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী প্রমুখ।