মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৫৭৩

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মনোয়ার বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনসুর আলী আরিফ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার প্রমূখ।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ। আলোচনা অনুষ্ঠান শেষে স্কুল ও কলেজ পর্যায়ে মাদক বিরোধী চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তরা মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হয়ে মাদক নির্মূল করার জন্য আহবান জানান।