টাঙ্গাইলে হজ যাত্রীদের প্রশিক্ষণ শুরু

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, সোমবার, ২৫ জুন ২০১৮ | ৪১৫

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৫ জুন সোমবার সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের উপ সচিব ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। ইসমালিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সি হাব এর প্রতিনিধি শফিকুর রহমান সিদ্দিকী।

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণ হজ যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন। সোমবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণে জেলার দুই হাজার দুইশ জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে।