খাগড়াছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড

এম শাহীন আলম, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১ পিএম, সোমবার, ১৪ মে ২০১৮ | ৫০০

খাগড়াছড়িতে (১৪মে) সোমবার বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কারা মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল পন্ড।

জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হলে আদালত সড়ক রোড ভাঙ্গাব্রিজ এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশ ব্যারিকেডে কবলে পরে ভাঙ্গাব্রীজ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,কংচাইরী মাষ্টার,জনাব বেলাল হোসেন,জনাব মোসলেম উদ্দীন চেয়ারম্যান,ক্ষেত্রমোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এম এন আবছার,জনাব আব্দুর রব রাজা, জনাব ক্ষণি রন্জন ত্রিপুরা, দপ্তর সম্পাদক জনাব আবু তালেব জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম সবুজ,জেলা স্বেচ্চাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদুল হোসেন সুমন,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা জনাবা কুহেলী দেওয়ান সহ অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দগন।