কালিহাতীতে পৌর সেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, শনিবার, ১২ মে ২০১৮ | ৫৬৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের কালিহাতী পৌর সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

১২ মে শনিবার বিকেল সাড়ে ৪ টায় আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় আনন্দ মিছিলে অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক লতিফ মোল্লা, কালিহাতী পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক বেনী মাহবুব, কালিহাতী পৌর শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের আহবায়ক রিমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।