পত্নীতলায় আদর্শ গ্রামে রুপান্তর করতে পরিকল্পনা শেয়ারিং সভা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৩৭৫

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের সাগর গ্রামকে উপজেলার আদর্শ গ্রামে রুপান্তর করতে সাগর গ্রাম উন্নয়ন দলের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের সনদপত্র বিতরণ ও ৩নং দিবর ইউনিয়ন পরিষদের যৌর্থ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সাগর গ্রাম উন্নয়ন দলের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় সাগর গ্রামের গ্রাম উন্নয়ন দলের মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দিবর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবর ইউপির সদস্য রতন স্বরেণ,মহিলা সদস্য নাদিরা বেগম,উপজেলা গণগবেষনা ফোরামের সভাপতি শাহিনুর রহমান দি হাঙ্গার প্রজেক্ট এর ইউনিয়ন সমন্বয়কারী হারুনর রশিদ,ওমর ফারুক সাগর,ইদ্রীস আলী প্রমুখ।এসময় অতিথিরা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করেন।