সাপাহারে ধর্ষণ বিরোধী মানববন্ধন


“অনেক হয়েছে প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ” সারা বাংলাদেশে ধর্ষনের বিরুদ্ধে আওয়াজ তুলুন” এই শ্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় সদরের জিরো পয়েন্টে চত্বরে সাপাহার উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্যোগে ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম(জেএনএনপিএফ), বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও), বরেন্দ্রভ‚মি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় প্রায় ঘন্টা কালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উপদেষ্টা নূরুল হক.., সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিদুল ইসলাম (মধু), উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সহ-সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, সম্পাদক (তথ্য অনুসন্ধান) নয়ন বাবু, সহ-সম্পাদক (তথ্য অনুসন্ধান)আবুল হোসেন, উপজেলা এনজিও পরিষদের সমন্বয়কারী পবিত্র মালী, বিডিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শামসুল হক, প্রোগ্রাম অফিসার সুদেশ মুরিয়াড়ী, বিএসডিও’র সিনিয়র স্পন্সরশীপ অফিসার দেলোয়ার হোসেন, লরেন্স বারুয়া, এলআরপি-৪৭’র ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার জাহাঙ্গীর আলম,নিখিল বর্মণ প্রমুখ।
এ সময় সেখানে সাপাহার উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সকল সদস্য, এনজিও প্রতিনিধি, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।