কোটা সংস্কারের দাবীতে মাভাবিপ্রবিতে ফের বিক্ষোভ মিছিল

মোহাইমিনুল কাইয়্যূম, মাভাবিপ্রবি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ৪৬৩

কোটা পদ্ধতি সংস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রীর উপর হামলা ও কোটা সংস্কারে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলার প্রতিবাদে মাথায় কালো কাপড় বেধে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

বুধবার ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে তারা এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে।

বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, স্লোগানকে সামনে রেখে বেলা ১০.০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক এক করে সকল বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক কোটা সংস্কার আন্দোলনে এসে শিক্ষার্থীদের সাথে এক মত প্রকাশ করেন। একই সাথে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে অহিংস আন্দোলন করার আহ্বান জানান