বগুড়ায় শুরু হলো দুই দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলা


বগুড়ায় শুরু হলো দুই দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বগুড়ার আয়োজনে শহীদ খোকন পার্কে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের নিকট পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দেয়ার লক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০.৩০টায় দুই দিনব্যাপি পরিবার পরিকল্পনা মেলার শুভ উদ্বোধন করেন বগুড়া-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবতী, বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলার সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন এবং সভাপতিত্ত্ব করবেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
২য় দিনে সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ,জনাব মলয় কুমার রায়। দুই দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে দম্পতিদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপজেলাভিত্তিক কার্যক্রম উপস্থাপন, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারী ও বেসরকারী মিলে মেলায় থাকছে ২০টি স্টল।৩দিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।