আরও ৮ দলের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক করেছে ইসি


আরও আট দলের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে মোট ২০টি দলের সঙ্গে বৈঠকের সময়সূচি ঠিক করলো কমিশন। মঙ্গলবার দলগুলোকে চিঠিও দেয়া হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দলসহ অন্যান্য প্রনিতিধিদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। ৩১ জুলাই সুশীল সমাজের মাধ্যমে এ সংলাপ শুরু হয়।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হবে। ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) বিকেল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের সঙ্গে (পিডিপি) বৈঠক হবে।
অন্যদিকে ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় গণফ্রন্ট, বিকেল ৩টায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজ, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়।
আগামীকাল বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিকেল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সঙ্গে সংলাপে বসবে কমিশন। ঈদ শেষে ১০ সেপ্টেম্বর থেকে আবার দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। ওইদিন বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।
আর ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক হবে। ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় কল্যাণ পার্টি, বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত রয়েছে।