ইসলামী ব্যাংক দেশ ও মানুষের ক্ষতি করে এমন কোন খাতে বিনিয়োগ করেনা


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কালিহাতী কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ বুধবার সকাল ১০ টায় শফি সিদ্দিকী চত্তরে অনুষ্ঠিত হয়। এজেন্ট ব্যাংকিং কালিহাতী কেন্দ্রটি হাসপাতাল রোডের সৌদিয়ান সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনের প্রধান ড.মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার,বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মাহবুব আলম, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিসার আহম্মেদ,এলেঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন,সরকারি ব্যাংক গুলোর গ্রাহক সেবার মানের থেকে বেসরকারি ব্যাংক গুলোর গ্রাহক সেবার মান অনেক বেশি ভালো।
বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মাহবুব আলম বলেন,বিশ্বের এক হাজার শ্রেষ্ঠ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।ইসলামী ব্যাংক দেশ,মানুষ ও পরিবেশের ক্ষতি করে এমন কোন খাতে বিনিয়োগ করেনা। সুদমুক্ত ব্যাংকিং সেবা, গ্রাহক সেবায় সকল শ্রেণী পেশার মানুষকে সমান ও আন্তরিক সেবা,নৈতিক ও কল্যাণমূলক ব্যাংকিং সেবার কারণেই আজ এ পর্যায়ে এসেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা শাখার ম্যানেজার ইন অপারেশন এটিএম সরোয়ার হোসাইন।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহ আলম,ভালুকার ব্যবসায়ী ফজলুল হক তালুকদার ও কালিহাতী এজেন্ট ব্যাংকিংয়ের পরিবেশক মেসার্স আলিফা এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী মোঃ আজিজুর রহমান।