মধুপুর-ধনবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৪০৩

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন সংগঠন। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও একই সময়ে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করেন।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,বিএনপি,প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন বিশাল র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি,পৌর মেয়র মাসুদ পারভেজ,ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমূখ।

অপরদিকে,মধুপুর উপজেলা ডাকঘরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মাধ্যমে মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে সোমবার মধুপুর উপজেলা ডাকঘর প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার ডাকঘরের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলার শহীদ স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণ করেন। পরে র‌্যালীটি উপজেলা ডাকঘরের সামনে এসে শেষ হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

ইডি আবুল কালাম মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পোস্ট মাস্টার সৈয়দা তাসলিমা আক্তার, মো. জয়নাল আবেদীন, মো. সুরুজ্জামান, মো. সহিদুল ইসলাম, মো.আলী আকবর, মো. আব্দুস সামাদ ভাসানী, আকবর হোসেন, মো. নুরে আলম সিদ্দিকী, মো. আঃ ছালাম, মো. জহুরুল হক, মো. বেল্লাল হোসেন, মাও. মো. ইউনুস আলী, নুরুল ইসলাম, জুলহাস উদ্দীন, শামীম আল রাজী, মো. শাহজাহান. বায়েজিদ রাজ,
ইমান আলীসহ প্রমুখ।