উন্নয়নশীল দেশে উত্তরণে কুমুদিনী মেডিকেল কলেজে স্বাস্থ্য মেলা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০০ পিএম, শনিবার, ২৪ মার্চ ২০১৮ | ৫৭৪

এলডিসি স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই মেলা চলে।

এ উপলক্ষে বেলা ১টায় মেডিকের কলেজের বিপি পতি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন কুমুদিনী কল্যান সংস্থার পরিচালক (শিক্ষা ) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতলের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কলেজের প্রাক্তন অধ্যক্ষ  ডা. এম এ জলিল।


বর্তমানে হাসপাতালটিতে কি ধরনের সেবা চালু রয়েছে সেটা জানানোর জন্যই এই আয়োজন করা হয়। কুমুদিনী হাসপাতালের বহিঃবিভাগ ও ডেন্টাল ইউনিট সম্মুখে মেলা প্রাঙ্গণে মোট ৫টি ছোট-বড় স্টল সাজানো হয়।

মেলার মহিলাদের জটিল ফিস্টুলা রোগ, চোখের ছানিজনিত রোগ সমস্যার জন্য আই ক্যাম্প ইউনিট, গর্ভকালীন মায়েদের সেবা নিশ্চয়তার জন্য প্রসূতি বিদ্যা বিভাগ ,পরিবার পরিকল্পনা, শিশুদের জন্য চাইল্ড কেয়ার ইউনিট, ডেন্টাল ইউনিটের তত্ত্বাবধানে দন্ত বিভাগ প্রতিবন্ধীদের জন্য অটিজম বিভাগ।

কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার জানান, সম্প্রতি কুমুদিনীতে কিডনি ডায়ালাইসিস ও মূমুর্ষ রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নামে নতুন সংযোজন হওয়া এই দুটি সেবা কেন্দ্র চালু হয়েছে।