উন্নয়নশীল বাংলাদেশ,উৎসবমুখর মির্জাপুর

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪ এএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৫৪৬

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্যে উৎসবের এলাকায় পরিনত হয় টাঙ্গাইলের মির্জাপুর। বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে এই উৎসবের এলাকায় পরিনত হয়। বিভিন্ন সরকারী বেসরকারী বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান এই শোভাযাত্রায় অংশ নেয়।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে সারা দেশের ন্যায় মির্জাপুর উপজেলা প্রশাসনও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিবিন্ন স্থান থেকে শিক্ষক, শিক্ষার্থী, জনতা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দল বেধে উপজেলা চত্বরে সমবেত হতে থাকে।

সকাল দশটা বাজতেই পুরো মির্জাপুরে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আয়োজিত শোভাযাত্রাটি বাদক দল,বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ উপজেলা চত্বর থেকে শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভুমি ) আজগর হোসেন,মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক, পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস সহ বিপুল সংখ্যক লোক শোভাযাত্রায় অংশ নেন।

শামসুল ইসলাম সহিদ/এমএমআর